তুলা রাশির মেয়েদের মন জয় করতে চান

এরা নিজের প্রশংসা শুনতে খুবই পছন্দ করে থাকেন। তুলা রাশির মেয়ের মন জয় করতে তার প্রশংসা করুন। কিন্তু, প্রশংসা করতে গিয়ে অধিক বাড়িয়ে বলবেন না। এতে নিজেরাই সমস্যায় পড়বেন। তাছাড়া, এরা সকলের আলোচনার মধ্যমণি হতে পছন্দ করেন। তাই তাদের মন জয় করতে চাইলে বেশি গুরুত্ব দিন।  এরা এতে খুবই খুশি হন। 

রোম্যান্টিক স্বভাবের মানুষ খুবই পছন্দ করেন তুলা রাশির মেয়েরা। তাই এই রাশির মন জয় করতে চাইলে তাঁকে কোনও ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যেতে পারেন। কিংবা, রোম্যান্টির কোনও স্থানে নিয়ে যায়। তার প্রতি আপনার ভালোভাসা সুন্দর ভাবে বহিঃপ্রকাশ করুন। এতে অবশ্যই সে আপনার অনুভূতি বুঝতে পারবে।